ajkalerbarta
08th Oct 2022 8:23 pm | অনলাইন সংস্করণ
সাইবার হামলা ঠেকাতে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকার চারটি কৌশল হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় বিসিডিএম ভবনে ব্র্যাক কুমন অ্যাডভান্স স্টুডেন্ট অনার রোলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণরা দেশের কল্যাণে কাজ করলে বর্তমান সরকার আরও অনেক শক্তিশালী হবে। তরুণদের সরকারের পাশে থাকার আহ্বান জানাই। তবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদানসহ চারটি বিষয়ে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে বাংলাদেশে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বাংলাদেশ আরও উন্নতি লাভ করবে।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
Array