চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতার কণ্ঠে গতকাল সোমবার প্রকাশ হলো ‘জানি তোর সময় নেই’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
গানটি প্রসঙ্গে দেশ রূপান্তরের সাথে কথা হয় নুজহাত সাবিহা পুষ্পিতার। তিনি বলেন, ‘গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। জীবন ভাইয়ার (গীতিকার রবিউল ইসলাম জীবন) লেখনীর একজন ভক্ত আমি। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই গানটি সে রকমই। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘পুষ্পিতা গানটি দারুণ গেয়েছে। তার গায়কী এককথায় চমৎকার। তার কণ্ঠে একটি ভালো গান শ্রোতাদের উপহার দিলাম। পুষ্পিতার জন্য শুভকামনা সব সময়।’
গানটি দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
Array