• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সবদিকে এগিয়ে থাকতে চাইছে জামায়াত দল গোছাতে সিরিজ কর্মসূচি 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    11th Oct 2024 10:37 am  |  অনলাইন সংস্করণ

    পরিবর্তিত পরিস্থিতিতে বসে নেই দীর্ঘদিন কোণঠাসায় থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক ও সাংগঠনিকসহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে দলটি। নানারকম কর্মকাণ্ডের মাধ্যমে সবদিকে এগিয়ে থাকতে চায় জামায়াত। দেড় দশকের বেশি সময় ব্যাকফুটে থাকা জামায়াত তাদের বহুমুখী কর্মকাণ্ড বহুগুণে বাড়িয়েছে। দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর গা ঝাড়া দিয়ে উঠেছেন দলটির কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একটি কল্যাণ রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ১০ দফা প্রস্তাবনা ঘোষণা করেছে জামায়াত। যেখানে দেশের নির্বাচন, আইন, বিচার, সংসদের প্রতিনিধি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কূটনৈতিক যোগাযোগ। দলটির নেতাকর্মীরা বলছেন, তারা দেশের জনগণের সমর্থন নিয়ে সংঘবদ্ধভাবে অগ্রসর হতে চান।

    এদিকে শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো দলীয় ব্যানারে রাজধানীতে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর, সোমবার দুপুর ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা করবে দলটি। জামায়াতের একাধিক নেতা অভিযোগ করে বলেন, মূলত ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্ধারিত দিন ছিল। সেদিন জামায়াতে ইসলামী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের আয়োজন করে। জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী মারা যান। দিনটিকে স্মরণে রাখতেই ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত।

    এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রভাবশালী ও উন্নত রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়নে জোর দিয়েছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক কাজের অংশ হিসেবে জাপান সফর করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বরাবরই কোণঠাসা রাখার মাধ্যমে বিদেশিদের কাছে জামায়াতে ইসলামীকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছিল বিগত আওয়ামী স্বৈরাচার সরকার। এখন শেখ হাসিনার পতনের পর বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নতুনভাবে সম্পর্কোন্নয়নে মনোযোগী জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় গত দুই মাসে চায়না, দক্ষিণ কোরিয়া, ইরানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটি। তার মধ্যে বাংলাদেশে নিযুক্ত চায়না এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।

    দল গোছাতে সিরিজ কর্মসূচি:

    জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশে সংগঠন শক্তিশালী করতে উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের সেই কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করে দলটি। দেশব্যাপী মহানগর থেকে থানা, উপজেলা পর্যন্ত রুকন (সদস্য) সম্মেলন হয়েছে। নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য শিক্ষাশিবির, সহযোগী সদস্যদের সভা ও কেন্দ্রীয় মজলিসে শূরা এবং নির্বাহী পরিষদের একাধিক সভা ও বিশেষ রুকন সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। এখনো বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। পাশাপাশি দলটির শীর্ষ নেতারা তৃণমূলের নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে উদ্বুদ্ধ করছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের পরপরই জামিনে কারামুক্ত হয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এখন বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে গোছাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রায়দিনই কোনো কোনো এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এক কথায় সারা দেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে জামায়াত। সাংগঠনিক কর্মকাণ্ডে ডিজিটাল মাধ্যমকেও বেশ প্রাধান্য দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

    জামায়াতে ইসলামীর একাধিক কেন্দ্রীয় নেতা কালবেলাকে জানান, আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেই জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করে। গত ১৬ বছরে তারা স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারেনি। এরপর চলমান ছাত্র আন্দোলনের একপর্যায়ে গত ১ আগস্ট সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। দলটির নেতারা জানান, নির্যাতন-নিপীড়নের এমন কোনো স্তর নেই, যা জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রয়োগ করেনি। এর পরও তারা হাল ছেড়ে দেননি। বরং সময় ও পরিস্থিতি বুঝে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কখনো এককভাবে, কখনো যুগপৎভাবে লাগাতার আন্দোলন করে গেছেন।

    ৫ আগস্টের পর নবরূপে জামায়াত:

    জানা গেছে, অতীতে রাষ্ট্রযন্ত্র ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। সর্বশেষ শেখ হাসিনার পতনের দাবিতে একদফার আন্দোলনে জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও সহিসংতার দায়ে সন্ত্রাস দমন আইনে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার। এর পরই জামায়াত-শিবির তাদের কর্মকাণ্ড জোরালোভাবে প্রকাশ্যে আনে। তারা নিজেদের জনগণের কাছে আরও ভালোভাবে তুলে ধরতে চান। তারই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট রংপুরের পীরগঞ্জে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারতের পর তার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একইভাবে ঢাকা মেডিকেল কলেজ, সিলেটের বিয়ানীবাজারসহ বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনে হতাহতদের দেখতে যান তিনি। গত আগস্টের শেষ দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় ভয়াবহ বন্যায়ও ব্যাপক ত্রাণসহায়তা কার্যক্রম চালায় জামায়াত। তা ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে নগদ বিপুল অর্থ সহায়তা দিয়েছে দলটি।

    সংশ্লিষ্টরা জানান, এসব ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে চায় সংগঠনটি। বিশেষ করে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশজুড়ে জ্বালাও-পোড়াও, ভাঙচুরসহ বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। একটি সুযোগসন্ধানী চক্র পরিকল্পিতভাবে এর সুযোগ নেয়। বিভিন্ন স্থানে ডাকাতিসহ রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত মাথা চড়া দিয়ে ওঠে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাও ঘটে। এসব নৈরাজ্য প্রতিরোধ, জনমনে স্বস্তি ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নানামুখী উদ্যোগ নেয় জামায়াত। ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া ও মন্দির পাহারার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জনসচেতনতার জন্য মাইকিং, শান্তি সমাবেশ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, সহিংসতা প্রতিরোধ কমিটি গঠনসহ নানা কর্মসূচি পালন করে। এমনকি ডাকাতি ঠেকাতে রাত জেগে ঢাকার বিভিন্ন অলিগলিতে এবং দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দেন জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণকারী ছাত্রছাত্রীদের মাঝে খাবার পানি, দুপুরের খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করছে দলটি। পাশাপাশি আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফেরাতে সচেতনতামূলক প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে ইসলামী ছাত্রশিবিরও সারা দেশে হিন্দুদের মন্দির পাহারা, শহর পরিষ্কারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে।

    ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ:

    শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো দলীয় ব্যানারে রাজধানীতে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর সোমবার দুপুর ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা করবে দলটি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৮ অক্টোবর আমাদের জন্য একটা কঠিন এবং দুঃখবেদনার স্মৃতিবিজড়িত দিন। শেখ হাসিনার নির্দেশে সেদিন হত্যাকাণ্ড ঘটেছে। বহু লোককে হত্যা এবং অনেককে আহত করা হয়েছে। তিনি লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। যার বহু প্রমাণ আছে। মূলত সেদিন থেকেই ফ্যাসিবাদী শেখ হাসিনার খুন ও বিরোধী দল দমনের রাজনীতি শুরু হয়। এরপর থেকে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী। লাশের ওপর দাঁড়িয়ে নাচানাচি করেছে। আমরা মামলা করলেও রাষ্ট্রযন্ত্রের প্রেশারে আদালত তা খারিজ করে দিয়েছেন। ফলে আমরা ওই স্মৃতিটা জনগণের কাছে তুলে ধরতে চাই। জনগণ যেন ওই খুনের স্মৃতি ভুলে না যায়। নৃশংস বর্বরতা যেন মানুষ ভুলে না যায়। জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার করা এবং খুনের রাজনীতি বিদায় নিক—এই সচেতনতা সৃষ্টির জন্যই ২৮ অক্টোবর কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।

    কূটনৈতিক সম্পর্কোন্নয়নে জোর:

    রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রভাবশালী ও উন্নত রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়নে জোর দিয়েছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক কাজের অংশ হিসেবে জাপান সফর করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি শিগগিরই দেশে ফিরে আবারও তুরস্কে সাংগঠনিক সফরে যাবেন বলে জানা গেছে। জামায়াতের তিনজন নায়েবে আমির ও দুজন সহকারী সেক্রেটারি জেনারেল সম্প্রতি আলাপকালে কালবেলাকে জানান, ১৬ বছর ধরে তারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। রাজনৈতিক কর্মকাণ্ড পালন করাটাই যেখানে দুঃসাধ্য ছিল, সেখানে কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রাখা আরও দুষ্কর ছিল। ফলে বরাবরই কোণঠাসা রাখার মাধ্যমে বিদেশিদের কাছে জামায়াতে ইসলামীকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করেছিল বিগত আওয়ামী স্বৈরাচার সরকার। এখন শেখ হাসিনার পতনের পর বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নতুনভাবে সম্পর্কোন্নয়নে মনোযোগী জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় গত দুই মাসে চায়না, দক্ষিণ কোরিয়া, ইরানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছে দলটি। তার মধ্যে বাংলাদেশে নিযুক্ত চায়না এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।

    সার্বিক বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল বৃহস্পতিবার কালবেলাকে বলেন, আমাদের যেসব সাংগঠনিক কাজ, তা করছি। রাজনৈতিকভাবে জনগণের কাছে যাচ্ছি, দেশের পরিস্থিতি বলছি। আমরা পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করছি। মিছিল, সভা-সমাবেশ, সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মানোন্নয়ন, দেশ গড়ার জন্য জনগণকে সচেতন করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করা—এগুলোই তো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড।

    তিনি বলেন, আমরা জাতির জন্য কল্যাণকর মনে করেই ১০ দফা ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ ঘোষণা করেছি। জামায়াতে ইসলামীর তরফ থেকে এমন ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা। জনগণই বলবে আমাদের এই প্রস্তাবনা কত সুন্দর? সেজন্য সময়ের প্রয়োজন। আমরা আমাদের সংস্কার কর্মসূচি জনগণকে জানাচ্ছি।

    কূটনৈতিকভাবে সম্পর্ক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা চেষ্টা করছি। কেননা, গত ফ্যাসিবাদী শাসনের সময় আমাদের কোনো স্পেস দেওয়া হয়নি। আমাদের অফিসে ডিপ্লোমেটিক কাউকে আসতে দেওয়া হয়নি। অফিস বন্ধ রাখা হয়েছিল, কোথাও প্রবেশাধিকার দেয়নি। নেতাদের নিরাপত্তা ছিল না। এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামীকে দুনিয়াব্যাপী কূটনীতিকদের সামনে নিয়ে যাওয়ার আমাদের কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ আছে। আমাদের বিভিন্ন বিষয় কূটনীতিকদের অবহিত করছি। জামায়াত যে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তার গঠনমূলক নিয়মতান্ত্রিক কর্মসূচি জানাচ্ছি। কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করছি, তারাও আমাদের কাছে আসছেন। দেশে-বিদেশে নিয়মিত যোগাযোগ হচ্ছে। দেশ গঠনে জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মকাণ্ডে কূটনীতিকরা অত্যন্ত ইমপ্রেসড, সন্তুষ্ট। তারা জামায়াতের কাছে অনেক কিছু আশা করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031