এফ.জে ওমর, শরীয়তপুর থেকে:
দীর্ঘ ৮ বছর পরে ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন দলটির উচ্চ পদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আমন্ত্রণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অবঃ) ফারুক খান এমপি প্রধান অতিথির উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১২ তারিখের সম্বেলনকে ঘিরে নেতৃবৃন্দদের মাঝে আনন্দ উৎচ্ছাস সৃষ্টি হয়েছে। ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। চায়ের দোকানে চা প্রেমিদের ভীর দেখা যাচ্ছে। কে হবেন আগামী ভবিষ্যতের ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি, কে বা হবেন সাধারন সম্পাদক।
স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দা বলছেন, আগামী ১২ তারিখের ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগের সম্বেলন অনুষ্ঠিত হবে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সিদ্ধান্তই ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগের কল্যান বয়ে আনবে বলে মনে করছেন তারা।
থানা আওয়ামী লীগ সূত্রে, বর্তমানে আওয়ামীলীগের থানা কমিটির সভাপতির দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, এবং সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন হাজী আব্দুল মান্নান হাওলাদার।
ফেসবুকে ও সাধারণ জনগনের মুখে মুখে বইছে সভাপতি ও সম্পাদক কে হতে পারেন। কেউ কেউ বলছেন অতিতে যারা ছিলেন তারাই হবেন। আবার কেউ কেউ বলছেন সভাপতি, সম্পাদক হাতবদল হবে।
তবে সম্ভাব্য সভাপতি প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেনবীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ও বর্তমান সহ- সভাপতি আঃ জব্বার রাড়ী ও আলী আক্কাস মোল্যা সহ অনেকের। দলটির সাধারণ সম্পাদক পদে প্রথী হতে পারেন বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার ও বর্তমান সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ রাড়ী সহ অনেকে। সাংগঠনিক সম্পাদক পদে মুন্না সিকদার সহ অনেকের নাম উঠে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর(০২),বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,বাংলাদেশ আওয়ামীগের উপ-দপ্তর সম্পাদক মো: সায়েম খান, বাংলাদেশ আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন,বাংলাদেশ আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি শরীয়তপুর (০১),বাংলাদেশ আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান,বাংলাদেশ আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী,বাংলাদেশ আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামিম,পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর (০৩) আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
ভেদরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল বলেন, প্রায়ত নেতা মরহুম আলহাজ আব্দুর রাজ্জাককে গভীরভাবে স্বরন করছি। এবং দীর্ঘদিন পরে আওয়ামীলীগের থানা কমিটি হবে। সম্মেলন প্রধানমন্ত্রীর নির্দেশ ও এমপি মহোদয় নাহিম রাজ্জাকের সিদ্ধান্তই চুড়ান্ত। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,ছিলাম আছি থাকবো। আগামী ১২ অক্টোবর সম্বেলন সফল হউক সার্থক হউক।
সম্বেলনের উদ্বোধক শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমাড় দে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, পরিচালনা করবেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাজী আব্দুল মান্নান হাওলাদার। সার্বক্ষণিক সম্বেলনে সহযোগীতা করবেন আওয়ামীলীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
Array