• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সব দাবি মেনে নিলেও শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বন্ধ ১৭ কারখানা 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    26th Sep 2024 4:54 pm  |  অনলাইন সংস্করণ

    মালিক, শ্রমিক, বিজিএমইএ-সহ ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে নিয়ে সবগুলো কারখানা খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও আজ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার ১৭টি কারখানা বন্ধ রয়েছে। ১৮৬৩টি কলকারখানার মধ্যে বেশির ভাগ কারখানাতেই সুশৃঙ্খলভাবে অব্যহত রয়েছে স্বাভাবিক উৎপাদন।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিল্প পুলিশ জানায়, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনো অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৯টি কারখানা, বাকি ৮টি কারখানা বন্ধ রয়েছে সাধারণ ছুটি হিসেবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
    এ ছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র‍্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

    শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্য থেকে বেশিরভাগ কারখানাই খুলে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিতে দেখা গেছে।
    সরে জমিনে সকাল থেকে ঘুরে দেখা যায় আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ১৭টি কারখানা বন্ধ রয়েছে।

    আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর দেওয়া তথ্য বলছে, বন্ধ কারখানাগুলোর বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। আর্থিক সংকটসহ নানা কারণে কারখানা গুলো বন্ধ রয়েছে।
    এদিকে শ্রমিকরা বলছে, আমরা কোনো আন্দোলন সংগ্রাম চাই না। ন্যায্যতার ভিত্তিতে আমাদের পারিশ্রমিক দেওয়া হলেই আমরা খুশি। আমরা কাজ করে খেতে চাই। সবগুলো কারখানা খুলে দিয়ে আমাদের কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাই।
    শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সর্বমোট ১৭টি কারখানা বন্ধ রয়েছে। ৯টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়া আটটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধথাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর্থিক সঙ্কটের কারণে বন্ধ রয়েছে।
    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30