অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
08th Sep 2024 4:57 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর, ২৪ জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের করা হয়ে সার্কিট হাউসে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র শেষ হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল, জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সায়েদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, শাহরিয়ার ইসলাম নাসিফ প্রমুখ।
রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট