নাটোর জেলা প্রতিনিধি
শেখ হাসিনার এবং শেখ মুজিবরের ছবি দেখালে পত্র-পত্রিকা, টেলিভিশন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এমন মন্তব্যের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে সদ্য পদাবনতি পাওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি সংবাদকর্মীদের কাছে ক্ষমা চান। উল্লেখ, গত ১৫ আগস্ট বৃহস্পতিবার নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, তারেক রহমানের ছবি, বক্তব্যে মিডিয়ায় প্রচার করা যাবে না বলে তারা নির্দেশ দিয়েছিল। খুনিদের ছবি যে সমস্থ টেলিভিশন ও পত্রিকায় প্রচার করা হবে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এ বক্তব্যের পর গত রোববার(১৮ আগস্ট) দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চেযারপারর্সনের উপদেষ্টার পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বক্তব্যে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সাংবাদিকদের খুব ভালোবাসি। তিনি আরও বলেন, গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ পিলখানা হত্যাকান্ড, সাংবাদিক সাগর-রুনির মৃত্যু, হেফাজতে ইসলামের হত্যাকান্ডের ঘটনায় মরদেহ যেভাবে দাফন করা হয়েছে এগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না। দুলু আরও বলেন, অনেককেই এখন দেখা যাচ্ছে কিন্তু গত ১৫ বছর তাদের চেহারা দেখা যায়নি। অথচ আমার নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করতে যাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। যে আওয়ামী লীগ ১৫ বছর অত্যাচার করেছে, তারাও যদি আত্মীয়তার পরিচয় নিয়ে বিএনপির মিছিলে ও কর্মসূচিতে আসে। তাহলে ওই বিএনপির নেতাকেও ছাড় দেওয়া হবে না। কোনো বাহির মাল বিএনপিতে স্থান হবে না। অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।