খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেনের পদত্যাগ রোধে আজ বিকাল ৪টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। উপাচার্যের পদত্যাগের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাঁর পদত্যাগ ঠেকানোর দাবি জানান। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পারেন যে একটি মহল উপাচার্যকে সরিয়ে দেয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছে এবং আজ বিকালের মধ্যে তিনি পদত্যাগ করতে পারেন। এই খবরে উদ্বিগ্ন হয়ে তারা দ্রুত প্রশাসনিক ভবনে এসে অবস্থান নেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা আরও জানান, উপাচার্য পদত্যাগ করলে সেই মুহূর্ত থেকে তারা অনশন কর্মসূচি শুরু করবেন। বিক্ষোভের এক পর্যায়ে উপাচার্য ড. মাহমুদ হোসেন প্রশাসনিক ভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সামনে আসেন এবং তাদের শান্ত থাকতে বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “আমার শিক্ষকতা ও প্রশাসনিক জীবনের অনেক পাওয়ার মধ্যে তোমাদের আজকের এই দাবি একটি বড় পাওয়া। তবে আমি উপাচার্য হিসেবে একটি দলের সাথে কাজ করি। যেকোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সেই দলের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি উপাচার্য হিসেবে আছি। তোমাদের এটুকু বলে দিতে চাই, আমি কোনোদিন কারো কথায় দমে গিয়ে কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নিই নাই, সামনেও নেবোনা।” উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে উপাচার্যের পক্ষে স্লোগান দিতে থাকেন।
Array