টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছর ভারত যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজ সামনে রেখে মঙ্গলবার (১৩ আগস্ট) বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। সেখানে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য।
আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ধর্মশালায়। তবে স্টেডিয়ামটির ড্রেসিংরুমের সংস্কার কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে ৬ অক্টোবর হতে যাওয়া প্রথম ম্যাচের ভেন্যু বদলানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
পরে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবেন টাইগারা। পরে করাচিতে ৩০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ভারত সফরে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। পরে ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ।
Array