নেপালের সুরিয়া এয়ারলাইন্সের কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছে। ১৮ জন যাত্রী প্রাণ হারিয়েছে। বেঁচে গেছেন মাত্র একজন পাইলট।
নেপালের সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা জ্ঞ্যানেন্দ্র ভুল বলছেন বিমানটিতে দুজন ক্রু এবং ১৭ জন যাত্রী ছিলেন। বিমানটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তর দিকের অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ‘বার্ষিক মেনটেন্স কর্মসূচি’র কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
রয়টার্স বার্তা সংস্থা সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে সুরিয়া এয়ারলাইন্সের ছোট একটি বিমান উড্ডয়নের সময় রানওয়েতে স্কিড করলে বিমানটিতে আগুন লেগে যায়।
নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বিবিসিকে বলেছেন ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন পাইলটকে শুধু জীবিত উদ্ধার করা গেছে। “যে পাইলটকে উদ্ধার করা হয়েছে তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন,” জানিয়েছেন মি. কার্কি।
বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ ঠাকুরিকে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে বিমানের যাত্রী ১৭জন প্রকৌশলী কিছু তত্ত্বাবধানের দায়িত্বে পোখারা যাচ্ছিলেন।
Array