মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান: ইতালির স্ত্রা’য় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার লক্ষ্যে স্ত্রা কমুনের হলে ঈদ পুরনোমিলনী ও গ্রিল পার্টির আয়োজন করেন বঙ্গবন্ধু পরিষদ স্ত্রা। সে সময় উপস্থিত হন স্ত্রা বসবাসরত প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিক ছৈয়াল এর নেতৃত্বে ভেনিস আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এবং ভেনিস শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু’র নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দগন উপস্থিত হন। তাছাড়া পাদোবা ও ভেনিস থেকে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত হন।
সে সময় বঙ্গবন্ধু পরিষদ স্ত্রা’র সভাপতি আবুল কালাম খান বলেন আমরা প্রবাসে থাকি একে অন্যের সাহায্যে যেন এগিয়ে আসতে পারি, এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সকলে একত্রিত হওয়া, সকলের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হওয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এ ধরনের অনুষ্ঠান সব সময় করতে পারি। সকলকে একত্রিত করতে পারি। সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার সরকার বক্তব্যে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বন্ধু পরিষদ স্ত্রা’র আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম খান, সেলিম ছৈয়াল, তপন কুমার সরকার, মোহাম্মেদ দাদন, শিপন মেলকার সহ সংগঠনের নেতৃবৃন্দগন।
Array