মোহাম্মদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান: প্রবাসের মাটিতে বিয়ের আয়োজন। এ যেন দেশের মতো আয়োজন। ভিন্ন আয়োজন, ভিন্ন আনন্দ, ইতালির বোলজানো সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ের কোলঘেঁষা নৈস্বর্গিক নয়নাভিরাম অপরুপ সৌন্দর্যের শহর। বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন শহরটিকে। যা দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। আর এ শহরে যদি হয় বাঙালিয়ানা বিয়ে তাহলে এর আনন্দ বেড়ে হয় দ্বিগুণ। বলছিলাম দীর্ঘদিন যাবত বসবাসরত বোলজানোর মেরানোতে রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব সকলের সুপরিচিত ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসাইন ও রেশমা আক্তার এর বড় ছেলে নাবিল হোসাইন এর সঙ্গে ইতালির নাপোলি বসবাসরত মোঃ আবুল কালাম ও স্বপ্না বেগম এর মেয়ে আফরিন আক্তার তাইয়্যেবা এর সঙ্গে স্থানীয় একটি হলরুমে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে অনুষ্ঠিত হয়। সে সময় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা ঘটে। নানা রঙের বাহারি সাজে সেজেছেন আগত অতিথিরা। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এ যেন বাংলাদেশের কোন এক প্রান্তে এ অনুষ্ঠান হচ্ছে। অতিথিরা বলেন এ ধরনের বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। বাংলাদেশের কৃষ্টি কালচারের কথা মনে করিয়ে দেয়। আমরা প্রবাসে যেখানেই থাকি না কেন আমরা যেন বাংলা কে বুকে ধারণ করতে পারি। সকলে দোয়া করেন যেন নতুন দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে ওঠে। শেষে খাওয়া-দাওয়া মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Array