আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সাজাপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতার নাম টরু কুবোতা (২৬)। তাকে গত জুলাইয়ে ইয়াঙ্গুনের বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন তিনি।
কুবোতার আইনজীবীর বরাতে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে ৩ বছর এবং যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে ৭ বছরের সাজা দিয়েছেন সামরিক আদালত।
এছাড়া আগামী ১২ অক্টোবর তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগের শুনানির দিন ধার্য করা হয়েছে।
কবোতার আইনজীবী বলেন, তার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আইনি লড়াই চালিয়ে যেতে চাই।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ নাগরিক।
অভিযোগ আছে, ক্ষমতাগ্রহণের পর থেকে মিয়ানমারের অনেকে রাজনীতিক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, চিকিৎসকসহ অনেক বিদেশিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে এবং এদের অনেকের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে সামরিক আদালত।
Array