বার্তা কক্ষ
30th May 2024 5:13 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় কালেক্টরেট মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা উপকরণ প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম, রেজোয়ান হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন প্রমুখ।
মেলায় পাঁচটি উপজেলা থেকে প্রায় ১০টি শিক্ষামূলক স্টল প্রদর্শন করা হয়।
Array