শরীয়তপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের দুই উপজেলা ডামুড্যা ও গোসাইরহাটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২৯ই মে) সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।
ডামুড্যা ও গোসাইরহাট দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী।
দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা শোনা মাত্রই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তড়িৎ ব্যবস্থা নেবে।’
Array