বার্তা কক্ষ
22nd May 2024 7:13 pm | অনলাইন সংস্করণ
- জেলা প্রতিনিধি, শরীয়তপুর
আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত হবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন ঘোড়া প্রতীকের ভোট চেয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ। (বুধবার ২২মে) ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রর্থনা করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের ভাই। আগামী ২৯ মে সারাদিন দলমত নির্বিশেষে উপজেলা চেয়ারম্যান পদে আমাকে ঘোড়া প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাদের দোয়া ও মূল্যবান ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে একটি শান্তিপূর্ণ স্মার্ট উপজেলা গঠনে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
Array