নিজস্ব প্রতিবেদক:
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’। বিদেশের মাটিতে বাংলা ভাষাকে পরিচিত করার লক্ষ্য নিয়ে সিরিজটির নামও দেওয়া হয়েছে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। কাল শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
বুধবার রাজধানীর একটি হোটেলে সিরিজের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সিরিজের লোগোও উন্মোচন করা হয়। ওই সময় প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো বাংলা নামে কোনো সিরিজে অংশ নিচ্ছে টাইগাররা। টুর্নামেন্টের ট্রফির ওপরেও বাংলা অক্ষরে খোদাই করে লেখা হয়েছে ‘বাংলা ওয়াশ’।
দেশের বাইরে বাংলা ভাষাকে ছড়িতে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএনএইচ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের মতো জনপ্রিয় পরিসরে বাংলা ভাষাকে তুলে ধরতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত।’
সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক রকিবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ এ মোমেন, কণ্ঠশিল্পী পান্থ কানাই ও সংগীত পরিচালক রিপন খান।
অনুষ্ঠানে সংগীত পরিচালক রিপন খানের সুরে ও পান্থ কানাইয়ের গাওয়া ‘বাংলা ওয়াশ’ গান ও নাচের সঙ্গে উন্মোচন করা হয় বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের অফিশিয়াল লোগো।
Array