নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, প্রচার-প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, আড়াইহাজের উপজেলা নির্বাচনে, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ ও পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
আসন্ন একুশে মে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন , উপজেলা আওয়ামীলীগের দলীয় তিনজন প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা , কাজী সুজন ইকবাল।
ভোটের মাঠে তৃণমূল আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হয়েছেন ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপন,
রাজনৈতিক আদর্শ ও নীতি নির্ধারণের জন্য আড়াইহাজার উপজেলা তৃণমূল আওয়ামীলীগের সমর্থন পেয়ে জোরে সোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তৃণমূল আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীর প্রার্থী হিসেবে একক সমর্থন পাওয়াতে অনেকেই গুজব ছড়াচ্ছেন বলে জানিয়েছেন সাইফুল ইসলাম স্বপন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সাইফুল ইসলাম স্বপন বলেন, আড়াইহাজার উপজেলা জনসাধারণের আমাকে সাদর গ্রহণ করে নিয়েছে, আড়াইহাজার উপজেলা তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা প্রচার-প্রচারণায় আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকা থেকে অংশগ্রহণ করছেন ।
আসন্ন ২১ মে নির্বাচনে ঘোড়া প্রর্তীকে জয় সুনিশ্চিত হবে আশাবাদী। যারা নির্বাচনে অপপ্রচার চালাচ্ছে ২১ মে ভোটের মাধ্যমে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিবে জনসাধারণ । আমি রাজনীতি জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, আড়াইহাজার উপজেলার সংসদ সদস্য মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবুর সৈনিক হিসেবে, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছি , মাননীয় হুইপ নজরুল ইসলাম বাবুর সঙ্গে থেকে, মেঘনা নদী বিস্তৃত কালাপাহাড়িয়া ইউনিয়ন বাসীর জীবন মানে উন্নয়নের জন্য ভূমিকা রেখেছি। কালাপাহাড়িয়াতে নির্মিত হয়েছে , সরকারি আশ্রয় কেন্দ্র , রাস্তাঘাট, হাই স্কুল, মসজিদ মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ভবন।
আড়াইহাজার উপজেলা তৃণমূল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমার আদর্শকে তারুণ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে, নির্বাচনের মাঠে প্রচারণায় যেখানেই যাই হাজারো মানুষের আমার সাথে রয়েছে যুক্ত হচ্ছে। আমি আশাবাদী একুশে মে ঘোড়া প্রর্তীকে জনসাধারণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
Array