- ভেদরগঞ্জ প্রতিনিধি/
শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়নে বিষাক্ত সাপের কাঁমড়ে সেলিম মাদবর (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সেলিম মাদবর মুন্সিকান্দির বাসিন্দা মৃত মোহাম্মদ মাদবরের ছেলে। শনিবার সকালে মুন্সিকান্দি গ্রামে ক্ষেতে কাজ করা অবস্থায় অজ্ঞাত একটি সাপ তাকে কাঁমড় দেয়।
স্থানীয়ভাবে চিকিৎসা শেষে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর ঢাকায় রেফার করে চিকিৎসকরা। পরে রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে একই থানার আরশিনগর ইউনিয়নে রাস্তার মাঝে স্তুুপ করা মাটির সাথে ইজিবাইকের ধাক্কায় বাবুল মিয়া নামে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত বাবুল মিয়া (৩৮) দক্ষিণ সখিপুরের বাসিন্দা মৃত হোসেন বেপারীর ছেলে। ২৮ এপ্রিল রাতে দুর্ঘটনার পর রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত বাবুল মিয়া ৪৮নং দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতো।
দুর্ঘটনায় তার মাথার খুলির কিছু অংশ উঠে রাস্তায় পড়ে গিয়েছিলো।
Array