• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কী কারণে বিশ্বকাপের দল ঘোষণায় দেরি করছে পাকিস্তান? 

     বার্তা কক্ষ 
    02nd May 2024 12:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের স্কোয়াড
    টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির কাছে চূড়ান্ত দলের তালিকা পাঠানোর সর্বশেষ সময় ছিল গতকাল (১ মে)। এরইমাঝে প্রতিযোগী দেশগুলোর দল পাঠানোরও কথা। তবে এখনও বেশ কয়েকটি দেশ সেই দল প্রকাশ্যে আনেনি। তার মধ্যে পাকিস্তানও অন্যতম। তাদের দল ঘোষণায় দেরি হওয়ার পেছনে কয়েকজন ক্রিকেটারের ইনজুরির তথ্য সামনে এসেছে দেশটির সংবাদমাধ্যম।

    বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাবর আজমের দল। যার জন্য গতকাল (বুধবার) তাদের দল ঘোষণার কথা ছিল। ধারণা করা হয়েছিল প্রায় একই দলটাই খেলবে বিশ্বকাপে। তবে সেই স্কোয়াড এখনও ঘোষণা দেয়নি পিসিবি। পাকিস্তান ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে। যেখানে মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও ইরফান খানদের চোটের পড়ার ঘটনা ঘটে। এমন আরও কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস সমস্যা থাকায় চূড়ান্ত দল গঠন নিয়ে সংশয়ে রয়েছে দেশটি।

    পিসিবি নির্বাচকদের বরাতে জিও সুপার নিউজ জানিয়েছে, ‘বেশিরভাগ ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। সর্বশেষ টানা ট্রেনিংয়ে তাদের যে ফিটনেস জটিলতা আছে সেটি আন্তর্জাতিক ম্যাচ না খেললে পুরো ফিট কিনা বলা যাবে না। বিশ্বকাপের আগেই আমাদের সাতটি টি-টোয়েন্টি ম্যাচ আছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ম্যাচগুলোতে খেলার পর প্রধান কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে ধারণা পাওয়া যাবে। একই সময়ে তাদের ফিটনেস রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা বিশ্বকাপের স্কোয়াড দিতে দেরি করছি, সম্ভবত মে মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা দেওয়া হতে পারে।’

    স্কোয়াড ঘোষণায় দেরি হলেও, পাকিস্তান ওই তালিকায় ইতোমধ্যে আইসিসির কাছে পাঠিয়ে দেওয়ার কথা। যদিও এ নিয়ে কিছু উল্লেখ নেই প্রতিবেদনটিতে। তবে কোনো কারণ ছাড়াই ২৫ মে পর্যন্ত যেকোনো দেশের স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। হয়তো সেই পরিবর্তন চূড়ান্ত করেই স্কোয়াড ঘোষণা দিতে পারে পাকিস্তান। তাদের জন্য ভাবনার কারণ হতে পারে বিশ্বকাপের আগেই অতিরিক্ত ম্যাচ খেলার ধকল। একই কারণে চোটগ্রস্ত ক্রিকেটারের সংখ্যা বাড়ারও ঝুঁকি থেকে যায়!

    আগামী ২২ মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার পরই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথা রয়েছে। সেখানে প্রধান কয়েকজন তারকা ক্রিকেটারের ফিটনেস দেখবে দেশটি। এর আগে আয়ারল্যান্ডের মাটিতে একই ফরম্যাটে তারা সিরিজ খেলছে। উল্লেখ্য, ২৫ মে’র পরে ইনজুরি বা অন্য কোনো কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

    আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যেখানে একই গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৯ জুন তারা বহুল কাঙ্ক্ষিত ম্যাচে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে। এর আগে বাবররা আসরের প্রথম ম্যাচ খেলবেন ৬ ‍জুন, তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তানের গ্রুপটিতে বাকি দলগুলো হচ্ছে— আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ