বার্তা কক্ষ
28th Apr 2024 12:06 pm | অনলাইন সংস্করণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশ অনুযায়ী ডিএমপির লালবাগ বিভাগের লালবাগ জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলামকে ডিএমপির অপারেশনস বিভাগের এডিসি হিসেবে ও ডিএমপির অপারেশন বিভাগের এডিসি সুজয় সরকারকে লালবাগ বিভাগের লালবাগ জোনের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
Array