বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের ১৯৯ জন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।বাকৃবির শহীদ নাজমুল আহসান হল থেকে এবার ২০ জন পদ পেয়েছেন ওই কমিটিতে।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮টায় শহীদ নাজমুল আহসান হলের ছাত্রলীগ পরিবার ওই হল থেকে কেন্দ্রীয় কমিটিতে পদ প্রাপ্ত নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে।
জানা যায়, হল থেকে কমিটিতে সহ-সভাপতি পদে আছেন এইচ এম রোকনুজ্জামান, রকিবুল ইসলাম, তন্ময় রায়, শাকিল হোসেন, মাশহুর আহমেদ ভূঁইয়া, অনির্বাণ সরকার মানব, মোঃ রাকিবুল হাসান খান ( নাবিল ), রিফাত আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন অনিক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক পদে আছেন প্রীতম কুমার সাহা ( গৌরব), উপ দপ্তর সম্পাদক পদে আছেন মোঃ মেহেদী হাসান ফাহিম, গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে আছেন নাবিল শাহরিয়ার, উপ-ক্রীড়া সম্পাদক পদে আছেন রিয়াসাদ মাহবুব মনি, আপ্যায়ন সম্পাদক পদে আছেন অগাস্টিন খাঁ খাঁ, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক পদে আছেন মোঃ মেহেদী হাসান লালন, উপ-কৃষি শিক্ষা সম্পাদক পদে আছেন মোঃ ইমরুল হাসান খান ঈশান, সহ-সম্পাদক পদে আছেন রাকিবুল ইসলাম নিয়ন, সোহানুল ইসলাম (সিয়াম) এবং সদস্য পদ পেয়েছেন রাজীব বিশ্বাস ও নাজমুল খালেদ বাঁধন।
এসময় হল ছাত্রলীগ সকলের উদ্দেশ্যে সহ-সভাপতি এইচ এম রোকনুজ্জামান বলেন, ’দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমার সফলতার পিছনে অতুলনীয় অবদান রেখেছে শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগ পরিবার। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ভাই ও সাধারণ সম্পাদক মো মেহেদী হাসান ভাইকে আমাকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করার জন্য। ভবিষ্যতে সভাপতি রিয়াদ ভাইয়ের নেতৃত্বে ও নির্দেশনায় এবং হল ছাত্রলীগের সকলের সহযোগিতায় হলের সংকটে, বিরহে ও সার্বিক উন্নয়নে সর্বদা কাজ করবো।’
উল্লেখ, বুধবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
Array