প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দুঃসময়ের বন্ধু। তারা মুক্তিযুদ্ধের আগে থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধে দেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য।
লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকেলে হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি তিনি কৃতজ্ঞ জানিয়ে শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি।
শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অপার সম্ভাবনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।
Array