বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে(এনএইচটিটিআই) আন্তর্জাতিক হসপিটালিটি ডে উদযাপন করা হয়েছে।
বুধবার(২৪ এপ্রিল) ইনস্টিটিউটের ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন বিভাগের সার্টিফিকেট দুই ব্যাচের সমন্বয়ে এই হসপিটালিটি ডে উদযাপন করা হয়।
ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন বিভাগের প্রধান শেফ জাহিদা বেগমের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাকের হোসেন, পর্যটন কর্পোরেশনের মহা ব্যবস্থাপক(প্রশাসন) শওকত ওসমানসহ অন্যান্য শিক্ষকগণ।
এসময় শিক্ষার্থীরা নিজেদের তৈরি আলাদা আলাদা খাবার অতিথি এবং শিক্ষার্থীদের নিকট পরিবেশন করেন। হসপিটালিটি ডে কেন্দ্র করে বিশেষ কেক কাটার ব্যবস্থাও করা হয়।
সার্বিক বিষয়ে ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন বিভাগের প্রধান শেফ জাহিদা বেগম বলেন, আমরা শিক্ষক শিক্ষার্থীরা পর্যটন শিল্প নিয়েই কাজ করছি। আর এই পর্যটন শিল্প টিকেই রয়েছে সুন্দর হসপিটালিটির মাধ্যমে। আগামীতে আমাদের ছেলে-মেয়েরা এই ইন্ডাস্ট্রি নেতৃত্ব দিবে। তাই এই আন্তর্জাতিক এই দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আলাদা উৎসাহ, সাহস এবং সংস্কৃতি তৈরি হবে বলে আমি মনে করছি।
Array