ajkalerbarta
05th Oct 2022 8:11 pm | অনলাইন সংস্করণ
করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
উল্লেখ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। ড. হাছান মাহ্মুদ করোনাক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন ও সকলের দোয়া চেয়েছেন।
Array