শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকল সাড়ে ৬ টার দিকে উপজেলার তাঁতিপাড়া গ্রামে। শক লেগে মারা যান ইদুনি বেগম (৪৩), আহত হন মোঃ গানিউন (৪৫)।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে ইদুনি ঘরের টেবিল পরিষ্কার করার সময় টেবিলের উপর রাখা বিদ্যুতের মাল্টিপ্লাগে হাত লেগে যায়। এসময় মাল্টিপ্লাগে বিদ্যুৎ থাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইদুনি বেগম। পরে স্বামী গানিউল স্ত্রীকে বাঁচাতে ঘরের ভিতর ছুটে আসলে শক লেগে তিনিও আহত হন।
স্থানীয়রা স্বামী স্ত্রী দুজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন স্ত্রী ইদুনিকে মৃত ঘোষণা করেন। আহত স্বামীকে চিকিৎসার জন্য ভর্তি করা।
Array