- আল জাবের, আমতলী (বরগুনা)
ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হাতে মেহেদীর আলপনা আঁকা। আর এ হাত রাঙালেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ সদস্যরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বরগুনার আমতলীতে পিছিয়ে পরা বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে মেহেদী উৎসবে হাত রাঙানোয় মেতে উঠেন তারা।
বুধবার ১০ এপ্রিল বিকাল ৪টায় পৌরসভার লঞ্চঘাট ও ব্লোক পার এলাকায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমরা আমতলীবাসী সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল জাবেরের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদির আল্পনায় রাঙিয়ে দেন। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।
জেরিন নামে এক শিশুর বলে, ‘আপারা আঙ্গর হাতে মেহেদি লাগাইয়া দিছে। এমনে কইরা আঙ্গরে কেউই মেহেদি দেয় নাই আগে। হাতে মেহেদি দিয়া ঈদের আগেই আঙ্গর ঈদের আনন্দ লাগতাছে।’
মেহেদি উৎসবে অংশ নেওয়া সংগঠনের আমতলী পৌরসভার আহ্বায়ক বলেন, ঈদে সাধারণত ছোট ভাই-বোনদের হাতে মেহেদি দিয়ে আমরা আনন্দ পাই। তবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি রাঙিয়ে দিতে পেরে আরও অনেক ভালো লাগছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আল জাবের বলেন, ঈদ সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, মেহেদী উৎসব হলো ঈদ আনন্দের অন্যতম উপাদান। এ উৎসব সারাদেশে ছড়িয়ে যাক। তবে আমতলীতে অনেক ঐতিহ্য ইতোমধ্যে হারিয়ে যাওয়ায় আফসোস করে তিনি বলেন, আমরা আমতলীবাসী সংগঠনের নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় কিছু ঐতিহ্য এখনো ধরে রেখেছে। মেহেদী উৎসবসহ এসব ঐতিহ্যের উৎসব বড় পরিসরে আয়োজনে সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উৎসবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, মোঃ আল জাবের,সুমাইয়া শিলা, সোনিয়া আক্তার, শাওন, মহিউদ্দিন লিমন, লুবনা, তামান্না , জান্নাতি, মানজিলা, পলি, সাবিনা,নাদিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Array