বার্তা কক্ষ
09th Apr 2024 10:13 am | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা করেছে দেশটির সরকার। বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ১৫ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রোজা শেষে ঈদের দিনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রবাসী বাঙালিরাসহ স্থানীয়রা ঈদ ঘিরে বিভিন্ন আয়োজন করেছেন।
Array