- আল জাবের, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ সংগঠন মাহে রমাদানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় রুহি ইকো ব্রিকসের পাশে পায়রা নদী তীরে এই ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভপতি মোঃ সাইদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল জাবের পরিচালনায় ইফতারের পুর্বে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান আমতলী উপজেলা কমিটি, পৌরসভা, গুলিশাখালী,কুকুয়া, আঠারগাছিয়া ও আমতলী ইউনিয়ন থেকে সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক আল জাবের বলেন আমরা আমতলীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আমতলী উপজেলার পৌরসভা ও প্রত্যেকটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । আমরা আমতলীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য স্বেচ্ছাসেবী মূলক যত ধরনের কাজ আছে তা আমরা করে থাকি। আমতলী উপজেলায় যত ধরনের স্বেচ্ছাসেবী মুলক কাজ রয়েছে তা আমরা সংগঠন মাধ্যমে করব। যুব সমাজকে মাদক থেকে সরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম করে থাকি। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন , একঝাঁক তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ আমাদের লক্ষ্য বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করতে চাই আমাদের সংগঠন। উপজেলার সকল মৃত্যু ব্যাক্তির ও অসুস্থ ব্যাক্তিদের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।
Array