- বাকৃবি প্রতিনিধি
ময়মনসিংহের খামারবাড়িতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ময়মনসিংহের রংপুর বিভাগীয় সমিতির কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ময়মনসিংহের বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ এমদাদুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।
রংপুর বিভাগীয় সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড.মো. সহিদুজ্জামানের সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআইয়ের নবনিযুক্ত পরিচালক ড. জুলফিকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমিতির ময়মনসিংহে কর্মরত বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীগণ।
Array