- কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ে গরু চড়াতে গিয়ে দুই রাখাল অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চড়াতে গিয়ে তারা অপহরণের শিকার হন।
অপহৃতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) ও কম্বনিয়া এলাকার ফিরোজের ছেলে নুর মোহাম্মদ (১৭)। হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফের হোয়াইক্যং এলাকার দুইজন স্থানীয় ব্যক্তি পাহাড়ে গরু চড়াতে গিয়ে অপহরণের শিকার হন। পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানালে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করি। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানতে পারেনি।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি আজকালের বার্তাকে বলেন, শুনেছি দুইজন রাখাল অপহরণের শিকার হয়েছে। আমাদের পুলিশের টিম গেছে। তারা কাজ করছে।
এর আগে ২১ মার্চ ভোরে হ্নীলার পানখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি হন পাঁচজন কৃষক। পরে ২৪ ও ২৫ মার্চ মুক্তিপণ দিয়ে তারা ফেরত আসেন।
Array