বার্তা কক্ষ
25th Mar 2024 5:46 pm | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা থেকে শুরু হবে। এরপর সকাল ৮টা, ৯টা ১০টা এবং সর্বশেষ বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মার্চ) ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় ঈদের জামাতের সময় ঠিক করা হয়েছে।
জামাতের ইমামতি কে কে করবেন, তা ঠিক করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।
এর আগে, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
Array