ajkalerbarta
05th Oct 2022 12:36 pm | অনলাইন সংস্করণ
দোহার থেকে : সীমানা জটিলতার কারনে প্রায় দেড় যুগ পরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়নে। এ তিনটি ইউনিয়ন হচ্ছে উপজেলার সুতারপাড়া, রায়পাড়া ও মাহমুদপুর ইউনিয়ন। নৌকার মাঝি হতে অনেকেই দৌড়ঝাঁপ দিলেও দল থেকে তিনজন প্রার্থীকে চুড়ান্ত করে নৌকা প্রতীক দিয়েছেন।
এরা হলেন সুতারপাড়া ইউনিয়নে নাসির উদ্দিন, মাহমুদপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ও রায়পাড়া ইউনিয়নে মোঃ আমজাদ হোসেন। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়ার স্বক্ষরিত প্যাডে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
Array