- জেলা প্রতিনিধি শরীয়তপুর
শরীয়তপুরের ভেদরগঞ্জে খাল দখল করে চলছে ভবন নির্মাণের কাজ।
সেখানে গিয়ে দেখা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের তালুকদার বাড়ীর মোড় সংলগ্ন স্থানীয় একটি খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।
জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের লিটন হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার ও মৃত মন্নান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার রাস্তার পাশে লম্বা-লম্বিভাবে সেখানে অবৈধভাবে খাল ভরাট করে নির্মাণ করতে শুরু করেছেন ভবন।
স্থানীয়রা জানান, এই খালটি প্রায় শতবছরের পুরাতন। এটি ব্যবহার করে একসময় বিভিন্ন নৌ-যান চলাচল করতো। এছাড়াও এই খাল দিয়ে পাশের বিলের পানি নিষ্কাশন হয়। এটি বন্ধ হয়ে গেলে আমাদের অনেক কৃষি জমি নষ্ট হয়ে যাবে। খাল ভরাট করার করে যেখানে ভবন নির্মাণ করা হচ্ছে, তাতে খালের পরিধি ছোট হয়ে যাচ্ছে। যার ফলে জোয়ার-ভাটার স্রোত কমে খাল ভরাট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আমরা চাই প্রশাসন দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেক।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম তালুকদার ও সাজু বেপারী জানান, অবৈধভাবে খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। বিষয়টি আমি ভবন মালিকদের বলেছিলাম কিন্তু তারা শুনেন নি। এভাবে খাল বন্ধ করে ভবন নির্মাণ করা হলে কৃষকের ক্ষতি হয়ে যাবে। আমি চাই প্রশাসন এটিকে দখল মুক্ত করে সাধারণ কৃষকদের ফিরিয়ে দেক।
অভিযুক্ত পারভেজ হাওলাদার জমি নিজের বলে দাবি করে জানান, তিনি কোনো সরকারি জমি, খাল বা অন্য কারো জমি দখল করেননি। বাকি কিছু জানার থাকলে আপনি পরে যোগাযোগ করেন।
এপ্রসঙ্গে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাদবর বলেন, ওখানে অনেক আগে থেকেই বিলের পানি নিষ্কাশন হয়। ওটা বন্ধ হলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে। খাল দখল করে ভবন নির্মাণ করার সুযোগ নেই। এরকম কিছু করলে আমরা কাজ বন্ধ করে দিবো।
এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইমামুল হাফিজ নাদিম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি জানার পর ওখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি। অবৈধ ভাবে কেউ খাল দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Array