ক্যাম্পাস প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের ইদ্রিস আলীর ছেলে নাজমুল হাসান ওরফে রোহিতুজ্জামান নাজমুল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ১১ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজীবুর রহমান।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ৪৪ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন নাজমুল হাসান। এর আগে ২০১৯ সালে নাজমুল হাসান শাবিপ্রবি বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
নাজমুল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২১ সালে স্নাতক শেষ করে ২০২০-২১ বর্ষে স্নাতকত্তোর সম্পন্ন করেন।
এছাড়াও শিক্ষাজীবনে চরনিলক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনিলক্ষীয়া উচ্চ বিদ্যালয়,জিকেপি ডিগ্রি কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কৃতিত্বের সাথে মেধার স্বাক্ষর রেখে অতিক্রম করেছেন।
সার্বিক বিষয়ে নাজমুল হাসান বলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি যারা আমার দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রমকে মূল্যায়ন করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথমদিন থেকেই আপোষহীনভাবে ছাত্রলীগের রাজনীতির হয়ে কাজ করে গিয়েছি। আমি চাইবো আজকের এই মূল্যায়ন আমি আমার দায়িত্ব ও কাজের মাধ্যমে আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাতে ছড়িয়ে দিতে পারি।
Array