নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে মুছারচর এলাকার সাংবাদিক আল আমিন এর উপর হামলা ও বাড়িঘর ভাংচুর করে দুবৃওরা।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায় সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে পুর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আল আমিনের বাড়িতে এসে হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে একই এলাকায় শ্যামল( ২৬) ও তার স্ত্রী , মোঃ কমল( ২৪) উভয় পিতা আব্দুল বাতেন। তারা দাও ছেনা নিয়ে এসে আল আমিন ও তার স্ত্রী মারজিয়া আক্তার কে মারধর করে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
আল আমিনের হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায়, যার মুল্য ১৬০০০ টাকা। পরে তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায় ও পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সাংবাদিক আল আমিন বলেন, আমি বাড়ি ফেরার পথে বিকেলে আমাকে উদ্দেশ্য করে শ্যামল, ও তার স্ত্রী, ও কমল তারা এসে এলোপাতাড়ি দাও ছেনা নিয়ে এসে আমার বাড়িতে ভাঙচুর করে আমাকে মারধর করে আহত করে এবং শ্যামল মানব পাচারের সাথে জড়িত। আমার চাচাতো বোন রুপালী আক্তার( ২৩) কে গত ছয় মাস আগে বিদেশের কথা বলে নিয়ে গিয়ে মানব পাচার করতে দিয়েছিল শ্যামল।
এই বিষয়ে আমি জানতে চাইলে শ্যামল আমার উপর চড়াও হয়ে থাকত এবং আগে থেকেই হুমকি দামকি দিয়ে আসত এর পরিপ্রেক্ষিতেই এ ঘটনা ঘটিয়েছে তারা।
এ বিষয়ে সোনারগাঁয়ে থানায় আল আমিনের স্ত্রী মারজিয়া আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ সম্পর্কে সোনারগাঁ থানার ইনচার্জ কামরুজ্জামান বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হবে।
Array