৫ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবিরা। আর এই ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।
মঙ্গলবার বিকেল থেকেই পর্যটকের আগমন ঘটতে শুরু করে। ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈকতের তিন নদীর মোহনা থেকে গঙ্গামতি পর্যটন স্পট পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার বেলাভূমি জুড়ে রয়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। এদিকে পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশসহ ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।
কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটন বিনয় ভূষণ জানান, ‘দুর্গা পূজা উপলক্ষে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছি। বেশ আনন্দ উপভোগ করছি। তবে হোটেল ভাড়া একটু বেশি মনে হয়েছে। এছাড়া সৈকত একটু অগোছালো মনে হয়েছে।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, ৫ দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পর্যটকদের নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।’
Array