চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের মারধরে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন রেলক্রসিংয়ে মারধরের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মার্চ) স্থানীয়দের সঙ্গে চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ ছাড়া স্থানীয়রা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করতে গেলে তাদের মামলাও নেওয়া হয়নি। এ ঘটনার জের ধরে তারা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট অবরোধ করে রাখেন এবং শিক্ষার্থীদের মারধর করেন।
মারধরের শিকার চবি শিক্ষার্থী মায়েশা বলেন, আমি ও আমার বন্ধু শাহাদাত সিএনজিতে চড়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে যাচ্ছিলাম। তখন দেখি স্থানীয়রা রেলক্রসিংয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন, যান চলাচল করতে দিচ্ছেন না। পরে আমরা সিএনজি থেকে নেমে হেঁটে ১ নম্বর গেট যেতে চাইলে স্থানীয় পাঁচ-ছয়জন কাঠ দিয়ে শাহাদাতের ওপর হামলা করে। ওর মাথা ফেটে গেছে, পিঠে ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে আরও ৩০-৩৫ জন এসে আমাদেরকে ধমক দিতে থাকে এবং বলে আমরা নাকি রাজনীতি করি, ছাত্রনেতা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরভ শাহা জয় বলেন, স্থানীয়রা আমাদের ছাত্রদেরকে মারধর করেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। ছাত্ররা মারধরের বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন।
Array