হিলি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশের মানুষের পদচারণে মিলনমেলায় পরিণত হয়েছে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা। সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের অদূরে দুই পারে ভিড় করছে শত শত মানুষ। তাদের কেউ বা পূজা দেখতে, কেউ বা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সংখ্যাও বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে এবার বিজিবি ও বিএসএফের কঠোর নজরদারি রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপে করে দর্শনার্থী ও ভক্তরা আসছে হিলি সীমান্তে। অন্যদিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছে বাংলাদেশের পূজা দেখতে। কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে পারছে না তারা। তবে নো ম্যান্স ল্যান্ডের অদূরে দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখকে আনন্দে পরিণত করছে।
হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানায়, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও তাদের মনকে ভাগ করা যায়নি। আগে দুই বাংলা একই ছিল। তাই ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছে সীমান্তে। এ ছাড়াও তাদের অনেক আত্মীয়-স্বজন ভারতে রয়েছে। দীর্ঘদিন পর সীমান্তে দূর থেকে একনজর স্বজনদের দেখা হয়েছে।
যাদের পাসপোর্ট ও ভিসা আছে তারাই কেবল সীমান্তে এপার-ওপার হয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে পারছে। যাদের পাসপোর্ট-ভিসা নেই তারা কেবল দূর থেকে আত্মীয়-স্বজনকে দেখছে। তবে তাদের দাবি, একটু ভেতরে যেতে দিলে তারা প্রতিমা দেখতে পারত। এ ছাড়া সবার সঙ্গে দেখা করে মন খুলে কথা বলতে পারত।
হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাসপোর্টধারী কয়েকজন জানান, তারা বগুড়া থেকে এসেছেন, ভারত যাচ্ছেন পূজা দেখতে। বাংলাদেশের চেয়ে ভারতের পূজাগুলো অনেক ভালো হয়, তাই তারা ভারতে যাচ্ছেন।
এ রকম অনেক যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে আবার অনেক যাত্রী ভারত থেকে বাংলাদেশে পূজা দেখতে আসছে। এ ছাড়াও অনেকে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে আসছে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান জানান, হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থী বাংলাদেশে পূজা দেখতে আসছে। আবার অনেকের আত্মীয়ের বাড়ি রয়েছে বাংলাদেশে। সে কারণেও তারা বাংলাদেশে পূজা করতে আসছে। অন্যদিকে বাংলাদেশ থেকেও অনেক যাত্রী ভারতে পূজা দেখতে এবং তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে। এ কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে।
Array