কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, কোনো মার্কেটে আগুন লাগলে সে দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষকেই নিতে হবে। এমনকি কর্তৃপক্ষের অবহেলার কারণে আগুন লাগলে সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
সোমবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি সদরদপ্তরে পবিত্র রমজানে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণি বিতান, শপিং মলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভার সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সভাপতি হেলাল উদ্দিন বলেন, রমজানে যাতে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা না ঘটে। প্রয়োজনে সারা রাত পাহারা দিতে হবে। কোনো মার্কেটে আগুন লাগলে কর্তৃপক্ষকে দায় দায়িত্ব নিতে হবে। এমনকি সেই মার্কেট বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য আর্থিক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। বড় লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে হবে।
পুলিশের সহযোগিতা চেয়ে এই ব্যবসায়ী নেতা আরো বলেন, আমরা চাইলেই কোনো দোকান ভেঙ্গে বা বন্ধ করে দিতে পারি না। তাই পুলিশের কাছে অনুরোধ আপনারা নিয়মিত অভিযান পরিচালনা করুন। অনেক মার্কেটের চলাচলের পথে মালামাল রাখা হয়, পানি রাখার স্থান বন্ধ করে রাখা হচ্ছে। এগুলো ঠিকঠাক আছে কী না সেগুলো দেখতে অভিযান পরিচালনা করুন।
Array