খুবি প্রতিনিধি: প্রাণের মেলা কাজাখাস্তানে” এ স্লোগানকে কেন্দ্র করে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ডিসিপ্লিনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড-২০২৪ এর খুলনা পর্যায়।
- অনুষ্ঠানের দিন সকালে খুলনার বিভিন্ন প্রান্তের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতীতে অলিম্পিয়াডের খুলনা পর্বের উদ্বোধন করেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক এস এম মাহবুবুর রহমান।
এবারের বায়োলজি অলিম্পিয়াডের খুলনা পর্যায়ে বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী এসব শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের পর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস।
এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সবচেয়ে বেশি সংখ্যাক শিক্ষার্থী পুরস্কার বিজয়ী হন যশোরের পুলিশ লাইন স্কুল থেকে এবং সবচেয়ে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে।
উল্লেখ্য, বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে ৪ জনকে আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
Array