জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
সদর উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিঠু, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপ সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি, ইউপি সদস্য আব্দুল বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির
আওতায় ও সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৯১ লক্ষ ২৮ হাজার ৩৮১টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ হয়।