চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় স্টেজে ছিল দেশের অন্যতম ব্যান্ড দল অ্যাশেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
শুক্রবার (৮ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আবাহনী মাঠে এ ঘটনা ঘটে। এতে কনসার্ট পণ্ড হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা তারেকুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, সাড়ে ১০টার দিকে অ্যাশেজ স্টেজে পারফর্ম করছিল। আমরা কনসার্টের সামনে ছিলাম। ওই সময় পেছনের দিকে ঝামেলা হয়েছে। কিছু বুঝে উঠতে পারার আগেই একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। টিয়ারগ্যাসের কারণে আমার বমি হয়েছে।
তিনি বলেন, ‘কনসার্টের মাঠ ছিল ছোট। যার কারণে অতিরিক্ত মানুষের চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শুনেছি, কনসার্টে প্রবেশ করতে টিকেট নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা হয়েছে। সেখানে পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে। এরপর হট্টগোল বেঁধে যায়।
আরিফুল তামিম নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘কনসার্টে কোনো শৃঙ্খলা ছিল না। স্টেজে লোকজন উঠে যাচ্ছিল। সেজন্য স্টেজে পুলিশ পাহারা বসাতে হয়েছে।’
এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এর আগে গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এম এ আজিজ স্টেডিয়ামে জয়বাংলা কনসার্ট চলাকালে পাশের ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভেতরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Array