শরীয়তপুর প্রতিনিধি: স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফায়ার সার্ভিসের দুর্যোগে রক্ষার কৌশল শিক্ষা দেওয়া হয়েছে।
বাড়ি-ঘর ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অগ্নিসংযোগ হলে কোন প্রক্রিয়ায় আগুন নেভাতে হবে, সেই সাথে উদ্ধার তৎপরতা অভিযান কিভাবে চালাতে হবে সে বিষয়ে বাস্তবিক নিরাপত্তার সহিত উদ্ধার তাৎপরতা অভিযান চালানো হয়। যা দেখে স্কুলের শিক্ষার্থীরা, অভিবাবক সহ উপস্থিত সকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
বুধবার ৬ মার্চ শরীয়তপুরের ভেদরগন্জ উপজেলায় ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রশিক্ষণ দেওয়া হয়।
জমকালো আয়োজনে উদ্ভোদন হয়েছে ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।বুধবার (৬ মার্চ) স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া নুরুল ইসালাম ক্রীড়া অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
ইউরো বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া নূরুল ইসলাম বলেন, বাংলাদেশ আগুন এখন আতংকে রুপ নিয়েছে।
তাই আমি চিন্তা করে দেখলাম পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আগুন নির্বাপণের কৌশল শিক্ষা দেওয়া প্রয়োজন। তাই বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে এ আয়োজন করেছি। তাছাড়া এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও ছিল তারাও এ সম্পর্কে ধারনা পেল।
Array