মার্কিন বিনোদন সংস্থা ডিজনির সঙ্গে হাত মেলাচ্ছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ভারতের ওটিটি জগতে বিপ্লব ঘটাতেই নতুন এই ‘বন্ধুত্ব’? বুধবার এই ব্যবসায়িক বন্ধনের কথা ঘোষণা করে জানানো হয়। এর পর থেকে ভারতে টেলিভিশন ও ওটিটি-র সব কাজকর্ম হবে একসঙ্গে। বিনোদনের ব্যবসায় ইদানীং এত গুরুত্বপূর্ণ কোনও বোঝাপড়ার কথা শোনা যায়নি। এই বন্ধনের মোট অর্থমূল্য হচ্ছে প্রায় ৭০ হাজার ৪৭২ কোটি টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানীর অংশই এই জোট সংস্থার মধ্যে সবচেয়ে বেশি থাকছে। তার শেয়ার ৬৩ শতাংশ। আর ডিজনির ভাগে থাকছে মাত্র ৩৭ শতাংশ।
এদিকে বেশ কিছু দিন ধরে ভারতে বিনোদন ব্যবসায় হোঁচট খাচ্ছিল ডিজনির মতো ক্ষমতাধারী সংস্থাকে। বিশেষ করে ওটিটির ব্যবসায় মার খাচ্ছিল ডিজনি। ক্রিকেট ম্যাচ দেখানোর স্বত্ব কিনতেও রীতিমতো বড়সড় অঙ্ক গুণতে হয়েছে তাদের।
এই দুজনকে কত বেতন দেন, জানলে চমকে যাবেন
তবে বিদেশ থেকে এসে ভারতে ব্যবসা করার সব সমস্যার সমাধান দেবে এই বন্ধন। আপাতত ১১ হাজার ৫০০ কোটি টাকা খরচ করতে রাজি হয়েছে রিলায়্যান্স। তা দিয়েই ওটিটির ব্যবসা শক্ত করা হবে ভারতে।
অপরদিকে ব্যবসায়িক বন্ধনের কথা ঘোষণা করে একসঙ্গে বিবৃতি দিয়েছে ডিজনি ও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।
এতে বলা হয়, ভারতে বিনোদন ও খেলার সবচেয়ে বড় ওটিটি মাধ্যম হিসাবে গড়ে উঠবে ডিজনি। বিশ্বজুড়ে যখন ডিজনির ব্যবসা কমিয়ে আনার কথা শোনা যাচ্ছিল, তখন এমন একটি সিদ্ধান্ত বিনোদন জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
জানা গেছে, নতুন এই সংস্থার শীর্ষে থাকবেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্তা, মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী। সংস্থার ভাইস চেয়ারপারসনের পদে থাকবেন উদয় শঙ্কর।
Array