আল জাবের, আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মোবাইল প্রতিকের প্রার্থী মো. মতিয়ার রহমানের কর্মী সর্মাথকদের প্রচারনায় বাধা ও কর্মী সর্মাথকদের মারধোরের অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যা ৭ টায় মোবাইল প্রতিকের প্রার্থী মো.মতিয়ার রহমান ৯ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়ি বাধের উপর কর্মীসমার্থকদের নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এই অভিযোগ করেন।
মো. মতিয়ার রহমান বলেন, বিকাল ৪ টার দিকে তারকর্মী সমার্থকরা ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকায় প্রচারনা চালাতে গেলে প্রতিদ্বন্দি প্রার্থী হ্যাঙ্গার প্রতিকের মো. নাজমুল আহসান নান্নুর সর্মাথক জি এম মুসার নেতৃত্বে প্রচারনায় বাধা দেওয়া হয়। এসময় জিএম মুসার কর্মী সর্মাথকরা মোবাইল প্রতিকের সর্মাথক নিজাম প্যাদা , রুবেল ও ফারুককে মারধোর করে আহত করেন।
খবর পেয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু ওসি তদন্ত আমির সেরনিয়াবাত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানালেও দু পক্ষর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করা অবস্থায় সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের . আমতলী থানার ওসি কাজি সাখোয়াত হোসেন দু পক্ষকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই দিকে পাঠিয়ে দিয়ে পরিস্থিতিতি নিয়ন্ত্রনে আনেন।
মোবাইল প্রতিকের প্রার্থী মো. মতিয়ার রহমান বলেন, আমাকে ও আমার নেতাকর্মীদের ৯ নং ওয়ার্ডে ডুকতে দিবেনা বলে জিএম মুসা হুমকি দিয়েছেন। আমি প্রশাসনের কাছে ফেয়ার ইলেকশন এবং আমি ও আমার নেতা কর্মীরা যাতে সুন্দর ভাবে প্রচারনা চালাতে পারি তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে জিএম মুসার কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার অফিসার ইনর্চাজ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে । মারধোরের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Array