জেলা প্রতিনিধিঃ বহুমুখী সুযোগ সুবিধা সম্মৃদ্ধি ও অত্যাধুনিক নকশায় এক সঙ্গে দুই হাজার মুসুল্লির নামাজের জায়গাসহ ৬তলা ভবনের পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী বড় জামে মসজিদের পুরতান ভবনটি অপসারণের দীর্ঘদিন পরে পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণে খুশি স্থানীয়রা
রবিবার সকালে শহরের পুরাতন আদালত পাড়ায় অবস্থিত মসজিদের আনুষ্ঠানিক পুননির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক ও বড় জামে মসজিদ ওয়াকফা এস্টেট কমিটির সভাপতি মোঃ নূর কুতুবুল আলম।
এ সময় অনান্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামিলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, সহসভাপতি এড সুলতান আহমেদ মৃধা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মাহবুব আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাস এবং বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাইদ সহ মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
১৯০৮ সালে বড় জামে মসজিদ টি প্রতিষ্ঠিত হয়। মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় নতুন মসজিদ নির্মানের জন্য ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারী পুরাতন মসজিদ ভবন টি অপসারণ করা হয়েছিল।
নতুন মসজিদে নিচতলায় জানাজার নামাজ, অযুখানা ও পাঠাগার ইত্যাদি ব্যবস্থা থাকবে। এছাড়াও বাহির থেকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। বাহির ও বিতরের দৃষ্টি সীমাবদ্ধ করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও মসজিদের নিয়মিত মুসুল্লি আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ এখানে নামাজ আদায় করেছি। পুরাতন ভবন অপসারণের পরে নতুন ভবন নির্মাণের আমরা আনন্দিত।
মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ বলেন, আল্লাহ অশেষ রহমতে আজকে কাজের শুরু নতুন ফলক ও কাজের সূচনা মুসুল্লিদের মনে আশার আলো জাগিয়েছে সকলকে নির্মাণে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
জেলা প্রশাসক ও বড় জামে মসজিদ ওয়াকফা এস্টেট কমিটির সভাপতি মোঃ নূর কুতুবুল আলম বলেন, আমরা এই মসজিদের জমিজমা সংক্রান্ত সকল সমস্যা সুন্দর ভাবে সমাধান করেছি। নির্মাণ কাজ শেষ হলে একটি দৃষ্টি নন্দন স্থাপনার পাশাপাশি ধর্মপ্রাণ মুসুল্লিদের জন্য স্বস্তির ইবাদতের স্থান পাবে।
Array