লা লিগার চলতি মৌসুমের শুরু থেকে পয়েন্ট টেবিলে ইঁদুর-বিড়াল খেলা চলছিল রিয়াল মাদ্রিদ ও জিরোনার। তবে সর্বশেষ তিন ম্যাচে জয়হীন জিরোনা হোঁচট খেয়েছে কিছুটা। এরই মাঝে বড় জয় নিয়ে জাভি হার্নান্দেজের বার্সেলোনা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে এলো। গেতাফেকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে বড় ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। তিনি গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেনও।
গতকাল (শনিবার) রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে গেতাফেকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচের পুরো সময়ই স্বাগতিক কাতালানরা আধিপত্য দেখিয়েছে। যদিও শুরুটা ছিল ধীরগতির। পরবর্তীতে রাফিনহা হয়ে বার্সার পক্ষে একে একে গোল করেন জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যদিও ইলকাই গুনদোয়ানের কর্নারে পাওয়া বলটি ফ্লিক করে লক্ষ্যে রাখতে পারেননি রাফিনহা। অবশ্য সে তিনিই ২০তম মিনিটে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন। জুল কুন্দের বাড়ানো পাস ব্রাজিল ফরোয়ার্ড দারুণ গতি এগিয়ে যান। তাকে সমান তালে সঙ্গ দিয়ে এগোচ্ছিলেন ফেলিক্সও। পরে প্রতিপক্ষ দুজনকে সামলানো নিয়ে গেতাফে গোলরক্ষকের কিছুটা দ্বিধায় পড়ার সুযোগে, রাফিনহা দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।
Array