এফ.জে ওমর, ডামুড্যা (শরীয়তপুর) থেকেঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সচেতনামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১২ টা ৩০ মিনিটে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, বর্তমানে কন্যা শিশুরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। যার দৃষ্টান্ত কিছু দিন আগে আমাদের এই উপজেলায় দেখেছি। তাই অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি থাকবেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান বলেন, বর্তমানে কন্যা শিশুরা কোথাও নিরাপদ নয়। তারা তাদের পরিবারের স্বজনদের দাঁড়াও ধর্ষণের শিকার হচ্ছে। দুই বছরেরে শিশুরাও এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। তাই আপনাদের সন্তানদের কারো কাছে দেওয়ার আগে সচেতন হবেন।
ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত অফিসারগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী ও তাদের অভিভাবকগণ।
আজকালের বার্তা/এফ.জে
Array