বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন রিসার্চের (বিএসভিইআর) ৩০তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন।
‘স্মার্ট ভেটেরিনারি শিক্ষা ও একটি স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখেবিশ্ববিদ্যালয়ে শুরু হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ওই সম্মেলন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএসভিইআর এর সাধারণ সম্পাদক ও বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, এবারের সম্মেলনে দেশের ৪০০জন বিজ্ঞানী, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান ও উদ্যোক্তা এতে অংশগ্রহণ করবেন। বৈজ্ঞানিক সম্মেলনে একটি সিম্পোজিয়াম সেশন, একটি প্লেনারি সেশন এবং আটটি ওপেন পেপার সেশন রয়েছে। একটি বার্ষিক বক্তৃতা, একটি মূল প্রবন্ধ এবং দুটি পূর্ণাঙ্গ বক্তৃতা সহ মোট ৬৮টি মৌখিক উপস্থাপনা এবং ৭৮টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ওয়ান হেলথের জাতীয় সমন্বয়কারী ড. নীতিশ চন্দ্র দেবনাথ। এ বছর সম্মেলনে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এম. গোলাম শাহি আলম।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, বিএসভিইআর এর সভাপতি ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি, বিএসভিইআর এর সাধারণ সম্পাদক ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, অর্থকমিটির সাধারণ সম্পাদক ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামানসহ আয়োজক কমিটির সদস্যরা।
অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, বৈজ্ঞানিক সম্মেলনটির মাধ্যমে দেশের স্মার্ট প্রাণিসম্পদ তৈরিতে এবং টেকসই উন্নয়নে যেসব সুপারিশ ও দিকনির্দেশনা পাওয়া যাবে তা সরকার ও সংশিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা হবে। দুই দিন ব্যাপী এই সম্মেলনে গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা উন্নয়নে গবেষণা শিক্ষা ও আউটরিচ কাযক্রম নিয়ে আলোচনা হবে যা দেশের প্রাণিসম্পদে বিদ্যমান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
Array